সিরিয়ায় আইএসের হামলায় ১৬ জন নিহতের দাবি

হামলার শিকার সিরীয় হোটেলসিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের তিনটি হোটেলে বিস্ফোরণে ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছে এক পর্যবেক্ষক সংস্থা। সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।
হামলাগুলোর মধ্যে অন্তত একটি হামলা আত্মঘাতী বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খ্রিস্টান অধ্যূষিত এক অঞ্চলে ওই হামলা হয় বলে জানিয়েছেন ওই অঞ্চলে থাকা এএফপির একজন প্রতিবেদক।
সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএসের সমর্থক এক বার্তা সংস্থা ‘আমাক’ এর তরফে বলা হয়েছে, তিনটি হামলারই দায় করেছে আইএস।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
/বিএ/