বাইডেনের জয় অনুমোদন হয়নি, ‘শান্তির স্বার্থে’ সমর্থকদের ঘরে ফিরতে বললেন ট্রাম্প

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর পুলিশ কর্তৃক অবরুদ্ধ পার্লামেন্ট ভবন থেকে আইনপ্রণেতাদের সরিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সে কারণে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদন স্থগিত হয়ে গেছে।

এদিকে বিক্ষুব্ধ সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন জালিয়াতি নিয়ে তার উসকানিমূলক বক্তব্যের পর সৃষ্ট তাণ্ডবের প্রেক্ষাপটে এক ভিডিও বার্তায় এই বক্তব্য দিয়েছেন তিনি। সমর্থকদের বলেছেন, নির্বাচন চুরি নিয়ে তাদের বেদনা প্রেসিডেন্ট অনুধাবন করতে পারছেন। তবে শান্তির স্বার্থে তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত।

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন। এর কয়েক ঘন্টা আগেই এর বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন হাজার হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশের বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

রয়টার্স বলছে, এই সমাবেশের অল্প একটু দূরে গিয়ে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা। ভবনে ধ্বংসযজ্ঞও চালানো হয়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

সংঘর্ষের মধ্যে প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ। ট্রাম্প সমর্থক কয়েকজন আইনপ্রণেতার নির্বাচনের ফল বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা চলার মধ্যেই সেখানে এই গোলযোগের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সিনেট অধিবেশনও মুলতবি করা হয়। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, আইনপ্রণেতারা বাইডেনের জয় অনুমোদনের আগেই তাণ্ডবের কারণে আইনপ্রণেতাদের অধিবেশন স্থগিত হয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও জানা যায়নি।

পার্লামেন্ট ভবনের তাণ্ডবকে গণতন্ত্রের প্রতি আঘাত হিসেবে দেখছেন বাইডেন। তিনি বলেছেন, গণতন্ত্রকে এক 'অভূতপূর্ব লাঞ্ছনা'র মধ্যে ফেলা হয়েছে।

তাণ্ডবের এক পর্যায়ে টু্‌ইটারে তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান ও সহিংসতা সৃষ্টি করতে মানা করেন। পরে তিনি এক ভিডিও বার্তায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের বেদনা বুঝতে পারছি। বুঝতে পারছি আপনারা কতখানি মর্মাহত। আমরা একটা নির্বাচন জিতেছিলাম যা আমাদের কাছে থেকে চুরি করে নেওয়া হয়েছে। তবুও এখন আপনাদের বাড়ি ফিরে যেতে হবে। কেননা আমাদের শান্তি নিশ্চিত করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে’।

প্রায় এক মিনিটের ওই ভিডিওটি  হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে ধারণ করা হয়েছে। এরআগে ট্রাম্প হোয়াইট হাউজের নিকট এলিপসে সমবেত সমর্থকদের একটি জমায়তকে বলেছিলেন যে তিনি তাদের সাথে ক্যাপিটল ভবনে যাত্রা করার পরিকল্পনা করেছেন।  যদিও তিনি শেষ পর্যন্ত সেই মিছিল এড়িয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর তিনি দলের ভেতরে বাইরে প্রতিরোধের মুখে সমর্থকদের শান্ত হতে বলেন।