সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ভারতের সন্ত্রাসবাদ ঠেকাতে বাংলাদেশ সরকার ইতিবাচক ভূমিকা পালন করেছে। বৃহস্পতিবার এমসিসি চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতের উগ্রপন্থীদের অনেকেরই বাংলাদেশে ঘাঁটি রয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়েছে। ফলে ত্রিপুরায় জঙ্গি তৎপরতা কমে এসেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বেশ কিছু জঙ্গি ঘাঁটি রয়েছে। বাংলাদেশ সরকার হয়ত এ কথা স্বীকার করবে না। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারকেও এ বিষয়ে অবগত করেছি।’  সূত্র: ইকোনমিক টাইমস
/ইউআর/বিএ/