দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন টিকার সুরক্ষা কমিয়ে দিতে পারে: ফাইজার

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন ফাইজার ও বায়েএনটেকের টিকার সুরক্ষা কমিয়ে দিতে পারে। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বুধবার ফাইজারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতি গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকান স্ট্রেইনটি ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনগ্রীহতাদের অ্যান্টিবডি সুরক্ষা দুই তৃতীয়াংশ কমিয়ে দিতে পারে। তবে রুপান্তরিত ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনটি কার্যকর কিনা তা এখনও পরিষ্কার নয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনটি এন৫০১ওয়াই নামক একটি মিউটেশন বহন করেছে যা এটিকে আরও সংক্রামক করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি তৈরিতে আগের চেয়ে কম সংবেদনশীল।

টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন নতুন স্ট্রেইনের করোনার বিরুদ্ধে ভ্যাকসিনকে কিভাবে আরও কার্যকর করা যায় সে ব্যাপারে বিনিয়োগ করছে।

উল্লেখ্য, সার্স কোভ-২ ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট করোনার ব্রিটিশ স্ট্রেইনের চেয়েও বেশি সংক্রামক বলে মনে করছেন বিজ্ঞানীরা। খুব দ্রুত বিভাজিত হওয়ার ক্ষমতা আছে এটির। জিনগত বদল বা জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন স্ট্রেইন অধিক সংক্রামক। স্পাইক প্রোটিনের আকারই বদলে দিয়েছে এটি। দ্রুত দেহকোষের রিপেসটর প্রোটিনগুলোকে চিহ্নিত করে ফেলতে পারে। তখন আর শুধু ফুসফুস নয়, শরীরে নানা অঙ্গেই সংক্রমণ ছড়াতে পারে খুব দ্রুত।