যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো এখন ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে। রুশ বার্তা সংস্থা তাস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি রিচার্ড মিলস শুক্রবার সকালে নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাহার করে নেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২০ সালে নিরাপত্তা পরিষদের কাছে এসব নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানিয়েছিল।

মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আশা সঞ্চার করেছে।

 বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ঘোষণা দিয়েছেন, ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক ছয় জাতিগোষ্ঠীর বৈঠকে আবার যোগ দেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে যোগ দিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের আহ্বানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত জো বাইডেন গত বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনবেন।