ইরান-সৌদি সম্পর্কোন্নয়নে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

nonameইরানের সঙ্গে সৌদি আরবের টানাপোড়েনের অবসান চেয়ে, সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এ কথা জানিয়েছে।
ওই কর্মকর্তা স্পুটনিককে বলেন, ‘ইরান এবং সৌদি আরব দুটি দেশই রাশিয়ার অকৃত্রিম বন্ধু। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব পরিস্থিতি এবং আন্তর্জাতিক তেলের বাজারে এই দুই শক্তিশালী মুসলিম দেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।’ ওই কর্মকর্তা জানান, সে কারণেই দুই পক্ষ চাইলে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি। মধ্যস্ততা করতে পারলে রাশিয়া  খুশি হবে বলেও জানান ওই কর্মকর্তা।
ভিয়েনায় সিরিয়া ইস্যুতে হওয়া আলোচনার উদাহরণ টেনে ওই কর্মকর্তা বলেন, রাশিয়া চায় সৌদি আরব এবং ইরানও একই পথে হাঁটুক।
নিবার সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দু’দেশের মধ্যকার বৈরী সম্পর্ক আরও বৈরীতায় রূপ নেয়। রবিবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। সোমবার এরই ধারাবাহিকতায় তারা বাণিজ্যিক সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দেয়। সৌদি আরবের ধারাবাহিকতায় বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
/বিএ/