প্রেমিককে কিডনি দিয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন

nonameভালোবাসার এক অনন্য নজির স্থাপিত হলো যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। সেখানে প্রেমিকা তার প্রেমিককে নিজের একটি কিডনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত গ্রীষ্মে গলফ কোর্সে পরস্পরের দেখা পান জ্যাক সিমরাড আর মিশেল লা ব্রাঞ্চ। পরস্পরের প্রেমে পড়েন তারা।  
জ্যাক সিমরাড আগামী ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন করাবেন। আর ভালোবাসা দিবসকে সামনে রেখে সেই কিডনি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রেমিকা মিশেল লা ব্রাঞ্চ।
মিশেল লা ব্রাঞ্চ যখন জানতে পারেন জ্যাক সিমরাড একজন কিডনি ডোনার খুঁজছেন তখনই তিনি সিদ্ধান্ত নেন প্রেমিককে নিজের একটি কিডনি দেবেন। প্রেমিককে না জানিয়েই পরীক্ষা করে দেখেন মেডিকেল সায়েন্সের আলোকে তিনি প্রেমিককে কিডনি প্রদানে সক্ষম কিনা। পরীক্ষায় দেখা যায়, জ্যাক সিমরাডের কিডনির সঙ্গে তার প্রেমিকার কিডনি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, তিনি এ কিডনি গ্রহণ করতে পারছেন। এতে দৃশ্যত অবাক হন চিকিৎসকরাও। বাস্তব জীবনের ভালোবাসার মতো কিডনিতেও মিল রয়েছে দুজনের।
মিশেল লা ব্রাঞ্চ জানান, সিমরাডই তার ভবিষ্যৎ। তিনি তাকে একটি স্বাস্থ্যকর জীবন পেতে সাহায্য করতে চান। উল্লেখ্য, ১৯ বছর আগে প্রথম কিডনি প্রতিস্থাপন করেন সিমরাড। ওই সময়ে তাকে কিডনি দান করেন তার বোন। সূত্র: এনডিটিভি।

/এমপি/বিএ/