সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা উত্তর কোরিয়ার

সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছেই এক কম্পনের প্রতিবেদনের প্রেক্ষিতে এ তথ্য জানায় উত্তর কোরিয়া সরকার। উত্তর কোরিয়ার পাঙ্গি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পাঙ্গি-রির কাছেই ৫ দশমিক ১ মাত্রার এক ভূকম্পন ঘটে। এর আগে পাঙ্গি-রিতে তিনটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক বলেন, ‘২০১৬ সালের ৬ জানুয়ারি সকাল ১০টায় দেশের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।’
হাইড্রোজেন বোমা প্রথম আবিষ্কার করে যুক্তরাষ্ট্র, ১৯৫৮ সালে হাইড্রোজেন আইসোটোপের চেইন রিঅ্যাকশনের মাধ্যমে সৃষ্টি হওয়া প্রবল শক্তির এই অস্ত্র তৈরি করা হয়। এই অস্ত্র থার্মো- নিউক্লিয়ার বোমা নামেও পরিচিত।

উল্লেখ্য, এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পিয়ং ইয়ং এ হাইড্রোজেন বোমা তৈরির প্রক্রিয়ার কথা জানালেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ বিষয়ে সন্দিহান ছিলেন।সূত্র: বিবিসি

/ইউআর/