সিরিয়ার দুর্ভিক্ষপীড়িত নগরে ত্রাণ দেবে জাতিসংঘ

সিরিয়ার দুর্ভিক্ষপীড়িত নগর মাদায়াতে ত্রাণ পৌঁছে দেবে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র এ কথা জানান।সরকার নিয়ন্ত্রিত ওই নগরে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।  তীব্র খাদ্য সংকটে সিরিয়ার শিশুরা
রবিবার জাতিসংঘের ওই ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও অনিবার্য কারণে দেরি হয়ে যায়। তবে ত্রাণ পৌঁছানোর বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র ম্যালিসা ফ্লেমিং বলেন, ‘আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চয়তা পেয়েছি, সোমবার আমরা অবশ্যই ত্রাণ নিয়ে যাত্রা শুরু করবো।’  
ফ্লেমিং জানান, ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত স্থির থাকলেও প্রশাসনিক জটিলতায় কিছুটা বিলম্ব ঘটেছে।  
প্রসঙ্গত, লেবানন সীমান্তের কাছে মাদায়া নগরে প্রায় ৪০ হাজার মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বেঁচে থাকার জন্য ঘাস খাচ্ছেন সেখানকার মানুষ।  

/ইউআর/