ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। তারা লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিযান চালিয়ে উদ্ধার করে নৌবাহিনী।

তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে ছেড়ে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, আইভরি কোস্ট, নাইজেরিয়া, সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিক ছিল।

ভূমধ্যসাগরে ৪৮ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দুবার বড় ধরনের উদ্ধার অভিযান চালাল তিউনিসিয়া নৌবাহিনী। এর আগে গত বৃহস্পতিবার লিবিয়া থেকে অবৈধপথে ইউরোপ যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসী ইউরোপের উদ্দেশ্য যাত্রা করে। যা গত বছরের প্রথম চার মাসে ৭০ শতাংশের বেশি। সামনের দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

যুদ্ধ ও দারিদ্রতার কারণে প্রতি বছর আফ্রিকা, লিবিয়াসহ অনেক দেশ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসন প্রত্যাশীরা। এ যাত্রায় প্রাণ হারান অনেকে। জাতিসংঘ বলছে, এ বছরের ৩১ মে পর্যন্ত ৭৬০ জন ভূমধ্যসাগর পাড়িতে দিতে গিয়ে মারা গেছেন।