দাবানলে পুড়ছে সাইপ্রাস, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

এক সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে চরমে পৌঁছেছে সাইপ্রাসের জনজীবন। এই শীত প্রধান দেশটিতে তাপদাহে বিভিন্ন স্থানে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটি।

প্রচণ্ড তাপদাহে ইতোমধ্যে বেশ কিছু জায়গায় দাবানল তৈরি হয়েছে। দেশটির লিমাজল জেলায় বাতাসের কারণে আরও ছড়িয়ে পড়ছে দাবানল। ফলে শক্তিশালী আকার ধারণ করছে।

দাবানলের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের কাছে সহযোগিতা চেয়েছে দেশটি।

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে একটি হেলিকপ্টার

সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, বাতাসের গতি বাড়তে থাকায় অনেক অবকাঠামো ধ্বংস করে ফেলেছে আগুন।

দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডেস একে সাইপ্রাসের জনগণের জন্য কঠিন সময় অ্যাখা দিয়েছেন। দাবানলে নিয়ন্ত্রণে ইসরায়েল এবং ইতালি আগুন নেভাতে সহায়তা পাঠাচ্ছে বলে জানা গেছে। এদিকে ব্রিটেনেও বিমান পাঠাতে যাচ্ছে। শুধু সাইপ্রাসেই নয় ইউরোপসহ যুক্তরাষ্ট্র, কানাডাতেও তাপদাহের পাশাপাশি দাবানল দেখা দিয়েছে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।