তুরস্কের পর্যটন এলাকায় বিস্ফোরণে নিহত অন্তত ১০


তুরস্কের সুলতানাহমেতে বিস্ফোরণ

তুরস্কের ইস্তাম্বুলের পর্যটন এলাকা সুলতানাহমেত স্কয়ারে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। নিহতদের মধ্যে বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।  হামলার ধরন ও কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।



কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে নীল মসজিদ ও হ্যাগিয়া সোফিয়ার কাছে বিস্ফোরণটি হয়। পরে গভর্নর অফিসের তরফে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ঘটনার পর পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের অনেকে এ ঘটনাকে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ না হয়, কিংবা লোকজন ক্ষয়ক্ষতির শিকার না হয় সে ব্যাপারে অতিরিক্ত সতর্কতা নিয়েছে পুলিশ। এক বছর আগে এ পর্যটন এলাকাটিরই এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিলেন এক নারী আত্মঘাতী। ওই ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন। সূত্র: আল জাজিরা, বিবিসি

/এফইউ/