সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ আজারবাইজানের

সীমান্তে আর্মেনিয়ার যেকোনও উস্কানির বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আজারবাইজান। দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই সোমবার আজেরি প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানোভ এই নির্দেশ দিয়েছেন।

আজারবাইজানের অভিযোগ, গত বৃহস্পতিবার সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর্মেনিয়া। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সেন্ট্রাল কমান্ড পোস্টের বৈঠকে সীমান্তে আর্মেনিয়ার দিক থেকে আসা বিশৃঙ্খলা দমনের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন জাকির হাসানোভ। 

বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ২০২০ সালে যুদ্ধে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। তুরস্কের সামরিক সহায়তা নিয়ে ওই যুদ্ধে জয় পায় আজারবাইজান। পরে রাশিয়ার মধ্যস্থতায় সংঘাতের অবসান ঘটলেও সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই নিজ দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: ডেইলি সাবাহ।