ভারতে কৃষকের আত্মহত্যা ঠেকাতে বীমা প্রকল্প

কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বীমা প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। কৃষকের জন্য নতুন বীমা প্রকল্প চালু হচ্ছে ভারতে
পর পর দুই বছরের অনাবৃষ্টির ফলে ফসলের অভাব ভারতের কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। এক পরিসংখ্যান থেকে জানা যায়, ভারতে ১৯৯৫ সাল থেকে আত্মহত্যা করেছেন অন্তত ৩ লক্ষ কৃষক।
নতুন এই বীমা প্রকল্পের অধীনে শস্যের মূল্যের ১ দশমিক ৫ ভাগ কিস্তি দিয়ে যে কোন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পুরো মূল্য দাবি করতে পারবেন কৃষকরা।
এ প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এই বীমা প্রকল্প কৃষকের আত্মহত্যা প্রতিহত করতে পারে। কেননা, প্রাকৃতিক দুর্যোগের কারণেই ফসল বিপর্যয় ও লোকসানে ভোগেন তারা।’
এ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় বলেন, ‘এ এক ঐতিহাসিক দিন, এই বীমা প্রকল্প কেবল আগের নীতিগুলোকে সমৃদ্ধই করবে না বরং অতীতের অনেক ঘাটতিও পুষিয়ে দেবে।’

এ বছরের এপ্রিল থেকে এই নতুন বীমা প্রকল্প চালু হতে যাচ্ছে। ভারতের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং জানান, নতুন এই প্রকল্পের কারণে কৃষকদের মধ্যে বীমা নেওয়ার হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/