রাশিয়ায় ইবোলার ভ্যাক্সিন আবিষ্কারের দাবি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, তার দেশ ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। আরআইএ নভোস্তি নিউজ এজেন্সি এ তথ্য জানায়। ইবোলা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন পুতিন
পুতিন জানান, ‘আমরা ইবোলা প্রতিহত করার মত ভ্যাক্সিন আবিষ্কার করেছি। পরীক্ষা করে দেখা গেছে এই ভ্যাক্সিন খুবই কার্যকর। এ যাবতকালে এই রোগের জন্য এতটা কার্যকর ভ্যাক্সিন পৃথিবীতে কেউই তৈরি করতে পারেনি।’
তবে ভ্যাক্সিনের নাম, কে বা কারা তৈরি করেছে, এবং কী করে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্করসোভা সরকারি এক বৈঠকে বলেন, ‘এই ভ্যাক্সিন স্বতন্ত্র, পুরো পৃথিবীতেই এরকম আর দ্বিতীয়টি নেই।’
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের অক্টোবর মাসে ইবোলা ভ্যাক্সিন তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা। সূত্র: দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/