কসোভোর যুদ্ধাপরাধের বিচার হেগের বিশেষ আদালতে

কসোভোর যুদ্ধাপরাধের বিচার হেগের বিশেষ আদালতে১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত কসোভো যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করতে হেগে বিশেষ আদালত স্থাপন করা হচ্ছে।
ডাচ সরকারের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,  বিশেষ এই আদালত কসোভো লিবারেশন আর্মির সদস্যদের দ্বারা সংঘটিত জাতিগত সংখ্যালঘু এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতনসহ গুরুতর অপরাধের বিচার করবে।

চলতি বছরের শেষের দিকে বিশেষ এই আদালত এ বিচার প্রক্রিয়া শুরু করবে বলে বিবৃতিতে জানানো হয়।

জাতিগত আলবেনীয় বিদ্রোহীদের সঙ্গে সার্ব বাহিনীর এ সংঘাত সংগঠিত হয়।

২০০৮ সাল পর্যন্ত কসোভো সার্বিয়ার একটি প্রদেশ ছিল। ১৯৯৮ সালে সার্বীয় সরকার বিদ্রোহীদের ওপর কঠোর দমন-পীড়ন চালালে কয়েক দশকের উত্তেজনা তীব্র সংঘাতে পরিণত হয়।
১১৯৯ সালে ন্যাটো বাহিনীর দুই মাসের বিমান হামলার পর সার্বিয়া কসোভো থেকে শেষ পর্যন্ত  সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।
২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করে। যদিও সার্বিয়া কসোভোর এই স্বাধীনতা ঘোষণাকে কখনও স্বীকৃত দেয়নি। এই সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ মারা যায়  এবং প্রায় ১৭ হাজার নিখোঁজ হন। সূত্র: বিবিসি

/আরএ/