অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবেন সুইডিশ প্রসিকিউটররা

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবেন সুইডিশ প্রসিকিউটররা। লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দক্ষিণ আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী রিকারডো পেতিনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।  উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকেই ইকুয়েডর দূতাবাসে বসবাস করে আসছেন। তার বিরুদ্ধধে র্ষণের অভিযোগ রয়েছে। তাকে সুইডেনে প্রত্যর্পণ করার নির্দেশও দিয়েছে ব্রিটিশ আদালত।
এসোসিয়েটেড প্রেসের এক খবরে বলা হয়, ইকুয়েডর আশা করছে সুইডেন ইকুয়েডরের সার্বভৌমত্ব ও আইনের প্রতি শ্রদ্ধা রাখবে ও অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে অনুমতি প্রার্থনা করবে।
সেখানে আরও বলা হয়, সুইডেনের আবেদনের সাপেক্ষে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় ইকুয়েডরের প্রসিকিউটররাও উপস্থিত থাকবেন বলে প্রস্তাব দিয়েছেন কর্তৃপক্ষ।
এদিকে, উইকিলিকসের মুখপাত্র ক্রিস্টিন রাফসন শুক্রবার দ্য গার্ডিয়ানকে বলেন, ‘জুলিয়ান এই জিজ্ঞাসাবাদ বা সাক্ষাৎকারের জন্য নিতান্তই উন্মুখ হয়ে আছেন। কেননা এর মাধ্যমেই তিনি নিজের বিবৃতি প্রকাশ করতে পারবেন। গত পাঁচ বছর ধরেই তিনি নিজের বক্তব্য প্রকাশ করতে চাইছেন। আশা করি দ্রুতই এই সাক্ষাৎকারের প্রক্রিয়া সম্পন্ন হবে।’    

প্রসঙ্গত, ২০১২ সালে এক দীর্ঘ আইনি লড়াইয়ের পর ব্রিটিশ আদালত থেকে অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের নির্দেশ দেওয়া হয়। সে বছরের জুন মাসে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান অ্যাসাঞ্জ। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/