ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে একজন কুর্দি নিরাপত্তা কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে জানানো হয়, বিমানবন্দরের কাছে তিনটি রকেট এসে পড়েছে।রবিবার (১২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরবিল হলো ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী।

কুর্দি কাউন্টার টেরোরিজম ইউনিট আলাদা বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে ৬টা বিস্ফোরণের ঘটনা ঘটে।

কুর্দি আঞ্চলিক সরকারের ফরেন মিডিয়া রিলেশনের প্রধান লাউক গফুরি এক টুইট বার্তায় বলেন, কুর্দি নিরাপত্তাবাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিমানবন্দরটি যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীও ব্যবহার করে। হামলায় বন্দরটির কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন ডিরেক্টর আহম্মেদ হোসিয়ার।

যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর কাজ হলো এই অঞ্চলে আইএসআইএল  এর বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সহায়তা করা।