করোনায় বিশ্বজুড়ে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, ২০২০ এর জানুয়ারি থেকে চলতি বছরের মে মাসের মধ্যে ৮০ থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক জিম ক্যাম্পবেল বলেন, ‘সকল স্বাস্থ্য ও পরিচর্যা কর্মীদের রক্ষা করা, তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি কাজের উপযুক্ত পরিবেশে সুযোগ তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে টিকার দেওয়ায় অগ্রাধিকার দিতে হবে’।

তবে সময়ের সাথে সাথে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে বলেও বিবৃতিতে জানিয়েছে ডব্লিউএইচও। কিন্তু এটিও সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়েছে’। 

এদিকে স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই ভ্যাকসিনের জন্য অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করেন ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস।এ ছাড়া, তিনি ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে অসততার বিষয়েও সমালোচনা করেন। বর্তমানে বিশ্বব্যাপী আনুমানিক ১৩৫ মিলিয়ন কর্মী স্বাস্থ্যসেবা দিচ্ছেন।