প্রশান্ত মহাসাগরে চীন-রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে প্রথমবার যৌথ নৌ টহল পরিচালনা করেছে চীন ও রাশিয়া। গত ১৭ তারিখে শুরু হওয়া এই মহড়া শেষ হয়েছে ২৩ অক্টোবর। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসের খবরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার এই অঞ্চলে একসঙ্গে টহল দিয়েছে বিশ্বের দুই পরাশক্তি। প্যাট্রোলের অংশ হিসাবে সুগারু প্রণালী দিয়ে যায় দুই দেশের যুদ্ধ জাহাজ যায়।

মস্কো জানিয়েছে, জাহাজগুলো সুগারু প্রণালী দিয়ে প্রথমবার টহল দিয়েছে। এটিকে আন্তর্জাতিক প্রণালীও বলে দাবি করেছে দেশটি। রাশিয়া ও চীনা রাষ্ট্রীয় পতাকা প্রদর্শন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়গুলো সামনে এসেছে।

চলতি সপ্তাহের শুরুতে জাপান জানায়, তাদের মূল দ্বীপ ও তার উত্তরাঞ্চলীয় দ্বীপ হোকাইদো থেকে বিচ্ছিন্ন সুগারো প্রণালী দিয়ে চীন-রাশিয়ার ১০টি নৌযান অগ্রসর হয়। সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে দুই দেশের মধ্যে।