নোভাভ্যাক্সের টিকা প্রথম অনুমোদন পেলো ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ায় জরুরিভিত্তিতে ব্যবহারে অনুমোদন পেলো নোভাভ্যাক্সের করোনার টিকা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে, মার্কিন কোম্পানি নোভাভ্যাক্স ও ভারতের সেরাম ইনস্টিটিউট। এই দুই কোম্পানির যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে ‘কোভোভ্যাক্স’ ভ্যাকসিন।

নোভাভ্যাক্সের কোভিড টিকা জরুরিভিত্তিতে ব্যবহারে অনুমোদন পেতে কানাডা ও ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির কাছে আবেদন করা হয়।

এই টিকা বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন হবে বলে জানা গেছে। এটি ‘কোভোভ্যাক্স’ নামেই বিক্রি হবে।

নোভাভ্যাক্স কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই ভ্যাকসিনের প্রাথমিক চালান ইন্দোনেশিয়ায় দ্রুত শুরু হবে। শুধু ইন্দোনেশিয়াতে নয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত এবং ফিলিপাইনেও এই টিকা জরুরিভিত্তিতে ব্যবহারে অনুমোদনের জন্য আবেদন করেছে নোভাভ্যাক্স।