টিকা না নেওয়াদের ভ্রমণ বিলম্বিত করতে ডব্লিউএইচও’র আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সর্বশেষ ভ্রমণ নির্দেশিকায় পূর্ণাঙ্গ টিকা না নেওয়া অসুস্থ বা ঝুঁকিতে থাকা মানুষদের কোভিড হটস্পটগুলোতে ভ্রমণ বিলম্বিত করার পরামর্শ দিয়েছে। জাতিসংঘ সংস্থাটি ৬০ বছরোর্ধ্ব এবং যাদের হৃদরোগ, ক্যানসার ও ডায়বেটিসের রোগ রয়েছে তাদের ঝুঁকিপূর্ণ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও’র আগের্ কেটি বিবৃতিতে এই ভ্রমণ নির্দেশিকা সব বয়সের মানুষের জন্য বলে উল্লেখ করা হয়েছিল। তবে সংশোধিত বিবৃতিতে বলা হয়েছে, শুধু ঝুঁকিতে থাকা এবং পূর্ণাঙ্গ টিকা না নেওয়া মানুষদের ভ্রমণ বিলম্বিত বা পিছিয়ে দেওয়া উচিত।

এটি মহামারিতে ডব্লিউএইচও’র ভ্রমণ পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমন সময় জারি করা হলো যখন বিশ্বজুড়ে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বিবৃতিতে ডব্লিউএইচও আবারও বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করা সম্ভব হবে না।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বকে সতর্ক করে। এরপরই আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। 

অবশ্য মঙ্গলবার ডাচ কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা শনাক্তের আগেই নেদারল্যান্ডসে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি ছিল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার দেশগুলোর সঙ্গে ভ্রমণ বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কম মাত্রায় টিকাদানের ঘটনার জন্য আফ্রিকার মানুষদের দায়ী করা উচিত না।

এর আগে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছিলেন, ওমিক্রন নিয়ে সংক্রমণ, রোগের ভয়াবহতা এবং টিকার কার্যকারিতাসহ অনেক প্রশ্নের উত্তর জানা জরুরি।