বেশির ভাগ দেশেই সম্ভবত ওমিক্রন ছড়িয়েছে: ডব্লিউএইচও

বিশ্বের অধিকাংশ দেশেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি রয়েছে বলে ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্বের ৭৭টি এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে। আর এই তালিকা প্রতিদিনই বড় হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন ভিন্ন কথা। এই দেশগুলো বাদেও অনেক দেশে ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে। অনেক দেশে এখনও শনাক্ত করা যায়নি। এটি অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট এখনও ছোট করে দেখা হচ্ছে। এটি কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করতে পারে।

ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস সতর্ক করে বলেন, পূর্বে যেই ভ্যারিয়েন্টেগুলো দেখা গেছে ওমিক্রনের মতো এত দ্রুত ছড়াতে দেখিনি। এদিকে, ভ্যাকসিন বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি। বুস্টারের বিষয়ে বলেন, এটি কোভিড-১৯ মোকাবিলায় বুস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু অগ্রাধিকারভিত্তিতে।

বিশ্বের করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে নতুন স্ট্রেইন রোধে বুস্টার ডোজ কার্যকর। প্রয়োজন নতুন করে টিকা বের করার কথা জানায় প্রতিষ্ঠানগুলো। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রণ ধরন শনাক্ত হয়। সোমবার এই ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে।