X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১৪:০৩আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৪:০৮

ছোট-বড় সবাই এখন কমবেশি স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। তবে বর্তমানে এ সংখ্যা বেড়ে বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গবেষণাপত্রটি প্রকাশ করেছে ল্যানসেট মেডিকেল জার্নাল। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ল্যানসেট মেডিকেল জার্নাল প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, ১৯৯০ সালের তুলনায় ২০২২ সালে বিশ্বে স্থূলকায় মানুষের সংখ্যা চারগুণেরও বেশি হয়েছে। বিশ্বে এখন ১০০ কোটিরও বেশি মানুষ স্থূলতায় ভুগছেন।

৪ মার্চ বিশ্ব স্থূলতা দিবসের আগে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। গবেষকরা বলেছেন, ১৯৯০ সালে বিশ্বে প্রায় ২২ কোটি ৬০ লাখ স্থূলকায় প্রাপ্তবয়স্ক, কিশোর এবং শিশু ছিল। ২০২২ সালে এই সংখ্যা বেড়ে ১০৩ কোটি ৮০ লাখে পৌঁছেছে।

সমীক্ষায় বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে পুরুষদের মধ্যে ১৪ শতাংশের স্থূলতার হার প্রায় তিনগুণ বেড়েছে এবং নারীদের মধ্যে ১৮.৫ শতাংশের ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হয়েছে।

২০২২ সালে ৫০ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক নারী এবং ৩৭ কোটি ৪০ লাখ পুরুষ স্থূলকায় ছিল।

সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০২২ সালে প্রায় ১৫ কোটি ৯০ লাখ শিশু এবং কিশোর-কিশোরী স্থূলতার সমস্যায় ভুগেছে। ১৯৯০ সালে এ সংখ্যা ছিল মাত্র ৩ কোটি ১০ লাখ।

ল্যানসেট জানিয়েছে, বিশ্বের ১৯০টিরও বেশি দেশের ২২ কোটির বেশি মানুষের ওজন এবং উচ্চতা পরিমাপ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন গবেষকরা।

সমীক্ষায় বলা হয়েছে, এই ‘মহামারী’ দরিদ্র দেশগুলোতে বেশি আঘাত হানছে। সেসব অঞ্চলে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে স্থূলতার হার দ্রুত বাড়ছে।

স্থূলতার সংখ্যা দ্রুত বৃদ্ধির বিষয়ে চিকিৎসকরা আগে থেকেই জানতেন। তবে এটি যে এত দ্রুত বাড়তে পারে তা তাদের ধারণার বাইরে ছিল। ধারণা ধারণা ছিল, স্থূলতার প্রতীকী এই চিত্র ২০৩০ সালে দেখা যাবে।

এ বিষয়ে ডব্লিউএইচও এর স্বাস্থ্যের জন্য পুষ্টি বিভাগের পরিচালক ফ্রান্সেসকো ব্রাঙ্কা বলেছেন, স্থূলকায় মানুষের সংখ্যা ‘আমাদের প্রত্যাশার চেয়ে অনেক আগে’ ১০০ কোটিতে চলে এসেছে।

অতিরিক্ত ওজন বা স্থূলতা একটি দীর্ঘস্থায়ী এবং জটিল ধরণের অসুস্থতা। এর কারণে হৃদরোগ, ডায়াবেটিস এবং নির্দিষ্ট কিছু ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুঝুঁকি আরও বেড়েছে। গবেষকরা বলেছেন, অতিরিক্ত ওজনের কারণে মৃত্যুঝুঁকি করোনা মহামারী চলাকালীন সময়ে বেড়েছে।

অনিয়মিতভাবে ও অতিরিক্ত এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়াকে স্থূলতা বৃদ্ধির জন্য দায়ী করেছেন তারা। 

এ বিষয়ে ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ‘নতুন গবেষণাটি জীবনের প্রাথমিক পর্যায় থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্থূলতা প্রতিরোধ ও পরিচালনায় খাদ্য, শারীরিক কার্যকলাপ এবং প্রয়োজনীয় যত্নের ওপরই গুরুত্বারোপ করছে।’

এর প্রতিরোধে, চিনিযুক্ত পানীয়ের উপর ট্যাক্স আরোপ করা, শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর খাবারের বিপণন সীমিত করা এবং স্বাস্থ্যকর খাবারের জন্য ভর্তুকি দেওয়াকে সমর্থন করেছে ডব্লিউএইচও।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের বিরুদ্ধে নতুন চিকিৎসাগুলোও স্থূলতা মোকাবেলায় সহায়তা করতে পারে।

/এএকে/
সম্পর্কিত
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
সর্বশেষ খবর
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান