‘জীবন বাতিলের চেয়ে অনুষ্ঠান বাতিল ভালো’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান সতর্ক করে বলেছেন ছুটির দিনে উৎসবের কারণে বহু জায়গায় করোনা আক্রান্ত বাড়তে পারে। এতে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়তে পারে এবং বহু মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেন তিনি। মানুষকে সমাগম এড়ানোর আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

সোমবার এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘জীবন বাতিল হয়ে যাওয়ার চেয়ে একটা অনুষ্ঠান বাতিল করে দেওয়া ভালো।’ টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এছাড়া এই ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে ভ্যাকসিন নেওয়া বা করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষকেও সংক্রমিত করছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমরা সবাই এই মহামারি থামাতে চাই। আমরা সবাই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাই। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’ তিনি বলেন, ‘এগুলো করার সবচেয়ে দ্রুততম উপায় হলো আমাদের সবাই, নেতা থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত, নিজেকে এবং অন্যকে রক্ষা করতে এই কঠিন সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে।’

নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। ইতোমধ্যে বিশ্বের ৯০টিরও বেশি দেশে এটি শনাক্ত হয়েছে।