সু চির মামলার রায় পেছালো

মিয়ানামারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে ওয়াকি-টকির মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন জান্তা আদালত। রায় পিছিয়ে আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সু চির পরিবার।

এদিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখার অপরাধে রায় ঘোষণা হওয়ার কথা ছিল ৭৬ বছর বয়সী নোবেলজয়ীর বিরুদ্ধে। এছাড়াও মিয়ানমারের নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা চলমান। সবগুলোর রায় সু চির বিরুদ্ধে গেলে আজীবন কারাগারে থাকতে হতে পারে।

সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গত ৭ ডিসেম্বর সুচিকে ৪ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে তার সাজা দুই বছর মওকুফ করেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

গত ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক সরকার। এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত  তেরশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।