সিরিঞ্জ সংকটে নেপালে শিশুদের টিকাদান স্থগিত

সিরিঞ্জ সংকটে শিশুদের করোনাভাইরাসের টিকাদান স্থগিত করেছে নেপাল। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

মন্ত্রণালয় জানিয়েছে, শিশুদের দ্বিতীয় দফায় ফাইজারের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

নেপালের জাতীয় টিকাদান কর্মসূচির প্রধান সাগর দাহল বলেন, মঙ্গলবার থেকে আটটি জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকাদান শুরুর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শিশুদের জন্য ভ্যাকসিনের সিরিঞ্জ ব্যবস্থা করা সম্ভব হয়নি। পূর্ব নির্ধারিত টিকাদান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বাদেবাবু থাপা বলেন, শিশু ও প্রাপ্তবয়স্কদের যাবতীয় ভ্যাকসিনের সামগ্রিক ইনোকুলেশন ড্রাইভের জন্য প্রায় ১৫ মিলিয়ন অতিরিক্ত সিরিঞ্জের প্রয়োজন ছিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, নেপালের প্রায় ৩৪ শতাংশ মানুষ এ পর্যন্ত টিকার উভয় ডোজ পেয়েছে।