বিশ্বে দিনে শনাক্ত ১০ লাখ ছাড়ালো

করোনাভাইরাস মহামারিতে গত সাত দিনে বিশ্বে ৭৩ লাখ নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। গড়ে প্রতিদিন শনাক্ত হয়েছেন ১০ লাখ ৪৫ হাজার। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ২৩-২৯ ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করেছে এএফপি। ২০১৯ সালে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বে এটিই এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্ত। বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান তুলে ধরেছে বার্তা সংস্থাটি।

নতুন সংক্রমিতের ৮৫ শতাংশ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। এই দুটি অঞ্চলে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বেশি। গত সাত দিনে ইউরোপে ৪০ লাখ ২২ হাজার জন শনাক্ত হয়েছেন। আগের সপ্তাহের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র ও কানাডায় গত সাত দিনে শনাক্তের সংখ্যা ২২ লাখ ৬৪ হাজার। আগের সপ্তাহের তুলনায় যা ৮৩ শতাংশ বেশি।

বুধবার এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, করোনাভাইরাসের ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের একযোগে প্রাদুর্ভাব ‘সংক্রমণের সুনামি’ তৈরি করছে।