সু চির দুই সহযোগীর দণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত অং সান সু চির দুই ঘনিষ্ঠ সহযোগীকে কারাদণ্ড দিয়েছেন জান্তা আদালত। বৃহস্পতিবার তাদের দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে একটি বিশেষ আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক। এই সাজা সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিরুদ্ধে সামরিক কর্তৃপক্ষের সবশেষ আঘাত।

সাজাপ্রাপ্তরা হলেন এনএলডির কেন্দ্রীয় কমিটির দুই সদস্য অর্থনৈতিক উপদেষ্টা হান থার মিন্ট এবং থেইন ও-কে। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি আইনের গোপনীয়তার লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

গত ১ ফেব্রুয়ারির ভোরে সু চিকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করে সামরিক বাহিনী। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে মামলা করা হয়। এরমধ্যে কয়েকটির রায় ঘোষণা হলেও একাধিক মামলার বিচারকাজ চলমান। দেশটির অবৈধ জান্তা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০০-এর বেশি বেসামরিক মানুষ।