কাজাখস্তানে বিপ্লব বরদাশত করা হবে না: পুতিন

কাজাখস্তানে কোনও বিপ্লব বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে রুশ নেতৃত্বাধীন জোটের সেনা মোতায়েনের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন, কাজাখস্তানে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের উপস্থিতি সাময়িক। দেশটিতে এই জোটের হস্তক্ষেপ আসলে একটি বার্তা। আর সেই বার্তা হচ্ছে এই অঞ্চলের কোনও সরকারকে দুর্বল হতে দেওয়া হবে না। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সম্প্রতি কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দাবি করেন, দেশটিতে ইসলামপন্থিরা প্রতিবাদ কর্মসূচির আড়ালে আসলে একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল। আর পুতিনের মতে দেশটিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

কাজাখস্তানের সাম্প্রতিক উত্তাল গণবিক্ষোভের জন্য ইসলামপন্থিদের দায়ী করে আসছে দেশটির কর্তৃপক্ষ।

পুতিন বলেন, মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও জোটের সেনা মোতায়েনের মাধ্যমে কাজাখস্তানের ক্ষমতার ভিত্তিকে দুর্বল করতে সশস্ত্র দলগুলোর প্রচেষ্টা ভণ্ডুল করে দেওয়া হয়েছে। সাবেক সোভিয়েত দেশগুলোর এই জোট কাউকে এই অঞ্চলের সরকারগুলোকে উৎখাত করতে দেবে না।

এদিকে কাজাখস্তানের পরিস্থিতি ক্রমেই স্থিতিশীল হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারা দিচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যরা। নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভিনকে এক ব্রিফিংয়ে বলেছেন যে তারা রাশিয়া ও চীনের সীমান্তবর্তী এলাকায় ক্লিনআপ অপারেশন চালিয়ে যাচ্ছেন।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে।