টিকাবিরোধীদের ভুয়া ভ্যাকসিন দেওয়ার অভিযোগে নার্স গ্রেফতার

টিকাবিরোধীদের ভুয়া ভ্যাকসিন দেওয়ার অভিযোগে একজন নার্সকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। দেশটির সিসিলি শহরের পালেরমো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা যাতে সহজেই অফিসিয়াল হেলথ সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন সেজন্য তাদের ভুয়া ভ্যাকসিন দেন ওই নার্স। কেননা, বার, রেস্টুরেন্ট ও গণপরিবহনে প্রবেশ ও ভ্রমণের মতো ক্ষেত্রগুলোতে এই সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে।

তদন্তকারীরা সিসিলিয়ান রাজধানীর একটি বৃহৎ টিকা কেন্দ্রে কর্মরত ৫৮ বছরের ওই নার্সের ছবি তোলার জন্য একটি গোপন ক্যামেরা ব্যবহার করেছিলেন। শনিবার টুইটারে প্রকাশিত ওই ক্লিপটিতে দেখা যায়, স্বাস্থ্যকর্মী কোভিড ১৯ ভ্যাকসিনের একটি ডোজ লোড করছেন এবং তারপর টিকাবিরোধীদের বাহুতে ইনজেকশন দেওয়ার আগে একটি টিস্যুতে সিরিঞ্জটি খালি করছেন।

পুলিশ জানিয়েছে, ওই নারীর নিজের নেওয়া বুস্টার ডোজটিও ছিল ভুয়া। জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।