প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি

ওশেনিয়া মহাদেশের সার্বভৌম এক দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিতি কিরিবাতি। সম্প্রতি ফিজি থেকে আগত ৫৪ যাত্রীর মধ্যে পরীক্ষায় ৩৬ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রথমবারের মতো লকডাউনে গেছে কিরিবাতি।

গত সপ্তাহে দেশটিতে মাত্র দুইজন করোনাভাইরাসের শনাক্ত হন। কিরিবাতি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর মধ্যে একটি। নিকটতম মহাদেশ উত্তর আমেরিকা থেকে ৫ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি। দেশটিতে ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস।

গত মঙ্গলবার ওই ফ্লাইটের ৫৪ জনের মধ্যে ৩৬ জনের নমুনায় করোনায় শনাক্ত করতে সক্ষম হয়েছে। সব যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়ে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। সংক্রমিতদের সবাই দুই ডোজ টিকা নেওয়া।

ফলে শনিবার থেকে লকডাউন কার্যকর ঘোষণা করা হয়েছে। তবে কবে পর্যন্ত থাকবে তা জানায়নি সরকার।