৫৭ দেশে মিলেছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন একটি সাব-ভ্যারিয়েন্ট আরও সংক্রামক হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত এই সাব-ভ্যারিয়েন্টটি বিশ্বের ৫৭টি দেশে পাওয়া গেছে।

প্রায় দশ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। দ্রুতই এটি সারা বিশ্বে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হয়ে ওঠে।

মহামারিসংক্রান্ত সর্বশেষ সাপ্তাহিক তথ্য উপস্থাপন করতে গিয়ে ডব্লিউএইচও জানিয়েছে, গত মাসে করোনার যত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার বেশির ভাগই অমিক্রন। এর মধ্যে বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ সাব-ভ্যারিয়েন্টও রয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি শনাক্তের হারও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে। এটি বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। কিছু কিছু দেশে মোট শনাক্ত ওমিক্রনের অর্ধেকের বেশি এই সাব-ভ্যারিয়েন্টটি।

এখন পর্যন্ত ওমিক্রন এবং এর সাব ভ্যারিয়েন্টগুলোর মধ্যে পার্থক্য নিয়ে খুব কম তথ্য জানা এগুলোর সংক্রমণক্ষমতাসহ বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করতে আরও গবেষণার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি মূল ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক।

ডব্লিউএইচওর করোনাবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে জানান, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট নিয়ে খুব কম জানা আছে। তবে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিএ.১ এর তুলনায় বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটির সংক্রমণ হার খানিকটা বেশি।

সূত্র: এএফপি