মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের সময় গিটার বাজিয়ে বিস্ময়ের সৃষ্টি করেছেন এক চীনা সঙ্গীতজ্ঞ। সোমবার দক্ষিণ চীনের শেনজেনের এক হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্র জানায়, রোগী লি জিয়াওং(৫৭) একজন সঙ্গীতজ্ঞ। তিনি ৯০এর দশক থেকে জটিল স্নায়বিক সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার কারণে তিনি সঙ্গীত সৃষ্টি ও বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রেও প্রতিকূলতায় ভুগছিলেন। বর্তমান অস্ত্রোপচারে চিকিৎসকরা একটি ব্যাটারি স্থাপন করেন যার মাধ্যমে বিদ্যুৎ বাহক তার দিয়ে তার মস্তিষ্কে প্রণোদনা পৌঁছাবে। চিকিৎসকরা জানান, এই ব্যাটারি আগামী ১০ বছর তার মস্তিষ্ককে কর্মক্ষম রাখবে।
চীনা গণমাধ্যমের খবরে প্রকাশ, লি জিয়াওং এই অস্ত্রোপচারের পুরো সময়ে চেতনা হারাননি এবং গিটার বাজিয়ে চিকিৎসকদের সহায়তাও করেছেন। তার আঙ্গুলের সচলতা দেখেই চিকিৎসকরা বুঝতে পেরেছেন তাদের স্থাপিত ব্যাটারি কাজ করছে কিনা। সূত্র: এনডিটিভি
/ইউআর/বিএ/