যে শহরে ২৮ বছরের বিরতিতে মানুষের জন্ম হলো

সুদীর্ঘ ২৮ বছর পর ইতালির উত্তরাঞ্চলীয় এক নগরে জন্ম নিয়েছে এক শিশু। নতুন শিশুর জন্ম স্বাভাবিকভাবেই আনন্দের, তবে এই শহরের ক্ষেত্রে আনন্দের মাত্রায় রয়েছে অনন্যতা। কেননা, ৮০ দশকের পর ওই শহরে আর কোন শিশু জন্মায়নি। ওখানে সবশেষ শিশু জন্ম নিয়েছিলো ১৯৮৭ সালে। ইতালির ওস্তানা শহর
ওস্তানা নামের ওই শহরটি ইতালির পেইডমন্ট অঞ্চলে এক পাহাড়ের পাদদেশে অবস্থিত। শহরটিতে এক ছোট জনগোষ্ঠীর বসবাস। এই জনগোষ্ঠীতে গত ১০০ বছরে জনসংখ্যা কেবল কমেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এখানে জনসংখ্যা ক্রমহ্রাসমান। ফলে গত সপ্তাহে তুরিন হাসপাতালে পাবলো নামের ওই শিশুর জন্মে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। পাবলো এই শহরের ৮৫তম নাগরিক।
পাবলোর জন্মে আনন্দ প্রকাশ করে নগরের মেয়র গিয়াকমো লম্বারডো বলেন, ‘এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ তিনি আরও বলেন, ‘১৯৭৫ সাল থেকেই সত্যিকার অর্থে জন্মহার কমে গেছে, ১৯৭৬ থেকে ১৯৮৭ পর্যন্ত সময়ে এ শহরে মাত্র ১৭ জন শিশু জন্মায়।’
প্রসঙ্গত, এই শহরে জনসংখ্যা বাড়াতে ও তরুণদের এখানে স্থায়ী হওয়ার আগ্রহ তৈরি করতে সরকারিভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি, খালি বাড়িঘরগুলোতে বিনামূল্যে বসবাসের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রঃ বিবিসি

/ইউআর/বিএ/