খনি থেকে ৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধার

৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধারচীনের একটি খনিতে ভূমিধসের ৩৬ দিন পর ধ্বংসস্তুপ থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শ্যানডং প্রদেশের একটি জিপসাম খনিতে গত ডিসেম্বরে এক দুর্ঘটনার পর ওই শ্রমিকরা সেখানে আটকে পড়ে।

শুক্রবার সন্ধ্যার কিছু আগে জীবিত ওই শ্রমিকদেরকে মাটির নিচ থেকে তুলে আনা হয়। এ সময় তাদের চোখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

৩৬ দিন পর চার চীনা শ্রমিককে উদ্ধারচীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, ওই খনির ভিতর থেকে একজন শ্রমিককে মাটির ওপরে তুলে আনার পর  তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

গত ডিসেম্বরের ওই দুর্ঘটনায় মোট ২৯ জন শ্রমিক আটকা পড়েছিল। এদের মধ্যে ওই চার শ্রমিকসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হল। একজন শ্রমিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৩ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, উদ্ধার পাওয়া শ্রমিকদের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

৪ শতাধিকেরও বেশি উদ্ধারকর্মী এ উদ্ধার অভিযানে অংশ নেয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য কয়েক সপ্তাহ ধরে সুড়ঙ্গ খোঁড়া হয়। তার আগে ছোট একটি গর্ত দিয়ে তাদের কাছে পানি ও তরল খাবার পাঠানো হয়। সূত্র: বিবিসি

/আরএ/