ফেসবুকে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ


ফেসবুকে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধব্যক্তি উদ্যোক্তারা এবার আর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাচ্ছেন না। শুক্রবার থেকে সাইটটিতে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। শুধু ফেসবুকই নয়, প্রতিষ্ঠানটির মালিকানাধীন ফটো শেয়ারিং সার্ভিস ইন্সটাগ্রামেও আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে নির্বাহী ক্ষমতাবলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন নীতিমালা ঘোষণা করার তিন সপ্তাহ পর আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো ফেসবুক।
আইডি পরীক্ষা ছাড়া ফেসবুকের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের বেচাকেনা আগেই নিষিদ্ধ হয়েছিলো। তবে এবার সাইটটির মাধ্যমে আগ্নেয়াস্ত্রের সব ধরনের বাণিজ্যকেই নিষিদ্ধ করা হলো। অবৈধ মাদক ও ওষুধ বিক্রির ওপর যে নিয়ম আরোপ করা হয়েছিলো এখন থেকে সে একই নিয়ম আরোপিত হবে আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রেও।
বেশ কিছুদিন ধরেই ফেসবুকের মাধ্যমে অস্ত্র কেনা বেচার বিরোধিতা করে আসছিলো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের সংগঠনগুলো। আগ্নেয়াস্ত্র কিনে সহিংসতা চালানোর ইচ্ছে পোষণকারী মানুষদের জন্য ফেসবুক একটি অনলাইন প্ল্যাটফর্ম উল্লেখ করে সমালোচনা জানিয়ে আসছিলো তারা।
তবে ২০১৪ সালে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের পর ফেসবুকের ব্যাপক সমালোচনা করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিরোধী পক্ষ এনআরএ। তবে এখনও ফেসবুকের নতুন সিদ্ধান্তের ব্যাপারে কোনও মন্তব্য করেনি তারা।

এদিকে ফেসবুকের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরও অস্ত্রের বিজ্ঞাপন বহাল থেকেছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অনেকেই আবার অস্ত্র বিক্রেতা সংগঠনগুলোকে নাম পাল্টিয়ে ফেসবুকে গোপনে অস্ত্র ব্যবসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে পোস্ট দিয়েছেন কেউ কেউ। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/