ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবি

লিবীয় উপকূলে নৌকাডুবিতে ৩৫ জন মারা গেছেন। শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ছোট নৌকাটি লিবিয়ার সাবরাথা শহরের উপকূলে ডুবে গেছে।

শুক্রবার ভূমধ্যসাগরে নৌকাডুবির কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাগর থেকে ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২৯ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নৌকাটি কাঠের ছিল। আইওএম টুইট বার্তায় আরও জানিয়েছে, ভূমধ্যসাগরে প্রতিনিয়ত জীবনের প্রাণহানির বিষয়টি স্বাভাবিক নয়।

গত সপ্তাহেও ভূমধ্যসাগরে লিবীয় উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে প্রায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। লিবিয়াকে মানব পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করে আসছে দালালরা। অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন বহু অভিবাসনপ্রত্যাশী।জাতিসংঘ, বার বার সতর্ক করার পরও কমছে না সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা।