হাভানায় পাঁচ তারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২২

কিউবার রাজধানী হাভানায় পাঁচ তারকা হোটেল সারাতোগোয় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। 

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার পুরনো হাভানা শহরে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকার জ্বলে ওঠে। এতে বিস্ফোরণে হোটলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষকে উদ্ধার করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা প্রথমে এটিকে ভূমিকম্প ভেবেছিলেন। 

করোনার ধাক্কা সামলে গত চারদিন হলো হাভানার এই ঐতিহাসিক পাঁচ তারকামানের হোটেলটি আবারও খুলে দেওয়া হয়। এর মধ্যেই এমন ঘটনা ঘটলো। 

ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মী

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কিউবা প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ অথবা হামলা নয়, দুর্ভাগ্যজনক ঘটনা’।

এদিকে পাঁচ তারকা হোটেলের পাশে অবস্থিত স্কুলের ক্ষতি হয়নি। শিক্ষার্থীদের নিরপদে সরিয়ে নেওয়া হয়েছে।

১৯৩০ সালে এই হোটেলটি নির্মাণ করা হয়।