ইউক্রেন ইস্যুতে ট্রুডোর সঙ্গে আলোচনা বাইডেনের

ইউক্রেন ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ফোনে কথা হয়েছে দুই নেতার। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের পক্ষ থেকে দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়া নিয়ে কথা হয়েছে দুই নেতার।

আলাপকালে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে দায়বদ্ধ করার ব্যাপারে এদিন নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

এদিকে রবিবার বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকটি ভার্চুয়ালি হতে যাচ্ছে বলে জানান জার্মান সরকারের মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান।

জার্মানির রাজধানী বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সমস্যা নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হবে। বিশেষ করে ইউক্রেনের পরিস্থিতি প্রাধান্য পাবে। এতে প্রেসিডেন্ট জেলেনস্কি অংশ নেবেন এবং তার দেশের বর্তমান সমস্যাগুলো তুলে ধরবেন।