নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত ৮৬

বিদেশ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে বোকো হারামের তিন দফা হামলায় নিহত হয়েছেন ৮৬ জন। স্থানীয় সময় শনিবার রাতে তিন নারী আত্মঘাতী বোমারু এ হামলা চালায়। স্থানীয় কর্মকর্তারা নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। আর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দগ্ধ হওয়া ৬২ জনকে শহরের বিশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলা চলাকালে গাছের আড়ালে লুকিয়ে প্রাণে বেঁচে যাওয়া একজন প্রত্যক্ষদর্শী আলামিন বাকুরা জানান, মাইদুগুরি থেকে ৫ কিলোমিটার দূরের দালোরি গ্রামে বোকো হারামের সদস্যরা প্রায় চার ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। এ সময় অনেকে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা

ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি হামলাকালে দগ্ধ শিশুদের আর্তনাদ শুনতে পান। তার নিজ পরিবারের বেশ কয়েকজন সদস্যও এ হামলায় হতাহত হয়েছেন।

হামলার খবর পেয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় নাইজেরীয় সেনারা। তবে তারা সশস্ত্র জঙ্গিদের নিয়ন্ত্রণে ব্যর্থ হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা জানান, হামলাকারীরা তাদের চেয়ে ভালো অস্ত্রে সজ্জিত ছিল।

গত ৬ বছরে নাইজেরিয়ায় বোকো হারামের তাণ্ডবে প্রাণ দিয়েছেন অন্তত বিশ হাজার মানুষ। গৃহহীন হয়েছেন আড়াই লাখ। সূত্র: এবিসি নিউজ, আল জাজিরা

/এমপি/বিএ/