মাংকিপক্সের ধরন বদলের কোনও প্রমাণ নেই: ডব্লিউএইচও

মাংকিপক্স ভাইরাসের ধরন বদলের কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার জাতিসংঘে সংস্থাটির একজন সিনিয়র নির্বাহী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম এবং মধ্য আফ্রিকায় ভাইরাসটির ধরন পরিবর্তনের কোনও প্রবণতা দেখা যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ডব্লিউএইচও-এর জরুরি কর্মসূচির আওতাভুক্ত গুটিবসন্ত বিষয়ক দফতরের প্রধান রোসামুন্ড লুইস এক ব্রিফিংয়ে বলেছেন, এই ভাইরাসের মিউটেশন সাধারণত কম হয়। তবে কেসের জিনোম সিকোয়েন্সিং বর্তমান প্রাদুর্ভাবের বিষয়টি বুঝতে সাহায্য করবে।

ইউরোপ এবং উত্তর আমেরিকায় সম্প্রতি ১০০টিরও বেশি সন্দেহভাজন ও নিশ্চিত শনাক্তের ঘটনাও খুব গুরুতর কিছু ছিল না বলে জানিয়েছেন ডব্লিউএইচও-এর সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ। তিনি এটিকে একটি ‘নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেন।