X
বুধবার, ৩০ নভেম্বর ২০২২
১৫ অগ্রহায়ণ ১৪২৯

একসঙ্গে কোভিড, মাংকিপক্স ও এইচআইভিতে আক্রান্ত তিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১৭:৩২আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৭:৩২

ইতালির ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মাংকিপক্স, কোভিড-১৯ ও এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তিনি একই সময়ে এই তিন রোগে আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

জার্নাল অব ইনফেকশন-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ৯ দিন ধরে তার জ্বর, গলা ব্যথা, অবসাদ, মাথা ব্যথা ও কুঁচকিতে প্রদাহ দেখা দেয়। স্পেনে পাঁচ দিন ভ্রমণ শেষে ফেরার পর তার এসব উপসর্গ দেখা দেয়। উপসর্গ দেখা দেওয়ার তিন দিন তিনি করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হন।

পরে তার মুখ ও দেহের বিভিন্ন স্থানের চামড়ায় র‍্যাশ এবং ফুসকুড়ি দেখা দেয়। অবস্থা খারাপ হওয়ায় ওই ব্যক্তি একটি হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখান থেকে তাকে সংক্রামক রোগ ইউনিটে ভর্তির জন্য পাঠানো হয়।

মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তির শারীরিক পরীক্ষায় জানা যায় তিনি মাংকিপক্সে আক্রান্ত এবং এইচআইভি পজিটিভ। তার নমুনা সিকুয়েন্সের পর জানা যায় তিনি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তিনি করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছেন।

১৯ আগস্ট জার্নাল অব ইনফেকশনে তার ঘটনাটি প্রকাশ হয়। প্রায় এক সপ্তাহ পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি কোভিড-১৯ ও মাংকিপক্স থেকে নিরাময় পেয়েছেন এবং এইচআইভি সংক্রমণের চিকিৎসা শুরু হয়েছে।

এক কেস রিপোর্টে গবেষকরা উল্লেখ করেছেন, এই ঘটনাটি তুলে ধরছে কীভাবে মাংকিপক্স ও কোভিড-১৯ এর উপসর্গ একে অপরকে ছাড়িয়ে যেতে ও অবস্থান করতে পারে সহ-সংক্রমণের ক্ষেত্রে। এমন ঘটনার ক্ষেত্রে সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য যৌন অভ্যাস জানা জরুরি।

এতে আরও বলা হয়েছে, মাংকিপক্সের অরোফ্যারিঞ্জিয়াল সোয়াব ২০ দিন পরও পজিটিভ ছিল। যা ইঙ্গিত দেয় হাসপাতালে ভর্তির পরও ওই ব্যক্তি রোগ ছড়াতে পারতেন। ফলে চিকিৎসকদের উপযুক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

গবেষকরা আরও উল্লেখ করেছেন, এটিই জানা মতো একসঙ্গে মাংকিপক্স, কোভিড-১৯ ও এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঘটনা। তবে এখন পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, তিনটি রোগ একসঙ্গে হওয়ার ফলে রোগীর অবস্থার অবনতি হয়েছে।

 

/এএ/
ডাকাতির পর গৃহবধূকে হত্যা, ৬ জনের যাবজ্জীবন
ডাকাতির পর গৃহবধূকে হত্যা, ৬ জনের যাবজ্জীবন
বেলারুশের কারাবন্দি নেত্রী মারিয়াকে আইসিইউতে ভর্তি
বেলারুশের কারাবন্দি নেত্রী মারিয়াকে আইসিইউতে ভর্তি
জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বিঘ্নিত
জয়দেবপুর স্টেশনে অবস্থান কর্মসূচি, ট্রেন চলাচল বিঘ্নিত
পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
আ.লীগ নেত্রীর বাসায় নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত
আ.লীগ নেত্রীর বাসায় নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করার সিদ্ধান্ত বিএনপির
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করার সিদ্ধান্ত বিএনপির
বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে গণসমাবেশের অনুমতি: ডিএমপি
বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে গণসমাবেশের অনুমতি: ডিএমপি
বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা
চায়না-ইন্ডিয়ান ওশান ফোরাম অনুষ্ঠানবাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা
ফিফার মান বাঁচালেন ‘বিটিএস’ জাংকুক!
ফিফার মান বাঁচালেন ‘বিটিএস’ জাংকুক!