রিয়াদে সৌদি ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এর আগে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাভরভ ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান সৌদি কর্মকর্তারা।

রিয়াদে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ভিয়েনায় ওপেক প্লাসের বৈঠকের প্রাক্কালে রিয়াদে এ সফরে গেলেন ল্যাভরভ। তেল উৎপাদন নিয়ে গত বছর সই হওয়া এক চুক্তিতে শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে ওপেক প্লাস। এছাড়া জুলাইতে প্রতিদিনের উৎপাদন লক্ষ্যমাত্রা চার লাখ ৩২ হাজার ব্যারেল নির্ধারণ করেছে গ্রুপটি।

সৌদি আরব ও অন্য ওপেক সদস্য দেশগুলো রাশিয়ার সঙ্গে মিলে গঠন করেছে ওপেক প্লাস গ্রুপ। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে তেল উৎপাদন বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমা দেশগুলোর মারাত্মক চাপে পড়েছে গ্রুপটি।

সৌদি আরব এখন পর্যন্ত এই ধরনের চাপকে প্রতিহত করেছে। তাদের যুক্তি, তেলের উচ্চ মূল্য ভূ-রাজনীতি, প্রসারিত পরিশোধন ক্ষমতা এবং সরবরাহ উদ্বেগের পরিবর্তে পশ্চিমা বিশ্বে উচ্চ করের কারণে দাম বেড়েছে।