কেবল তাই নয়, সে সংঘর্ষের সময় একটি খণ্ড মহাকর্ষীয় বলের টানে আটকে যায় এবং উপগ্রহ চাঁদের সৃষ্টি হয় বলেও দাবি করা হয়েছে।।
গবেষকদের দাবি, প্রায় সাড়ে চারশ কোটি বছর আগে, যখন আমাদের এই গ্রহটির বয়স মাত্র ১০ কোটি বছর একটি ভ্রুণ গ্রহের সঙ্গে এর সংঘর্ষ হয়। পরে পৃথিবী আর চাঁদের সঙ্গে মিশে যায় থিয়া।
গবেষকরা জানান,যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে পাওয়া আগ্নেয় শিলাখণ্ডের সঙ্গে তিনটি ‘অ্যাপোলো মিশন’ থেকে পাওয়া চাঁদের শিলাখণ্ড মিলিয়ে তারা এ এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
গবেষকদের দাবি, থিয়া নামের ভ্রুণ গ্রহটি ধীরে ধীরে বড় হচ্ছিল এবং যদি সে সংঘর্ষটি না হত তবে তা ধীরে ধীরে গ্রহে পরিণত হত এবং তা মঙ্গল গ্রহের সমান হতে পারতো।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ডিপ কার্বন অবজারভেটিরি এবং ইউরোপীয়ান রিসার্স কাউন্সিলের অর্থায়নে গবেষণাটি চালানো হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয় জার্নঅর সায়েন্সে। সূত্র:দ্য ইনডিপেনডেন্ট
/এফইউ/