দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার সামরিক বিমান, ক্ষুব্ধ বেইজিং

দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার সামরিক বিমানের তৎপরতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং। এ ঘটনা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তান কেফেই। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সামরিক বাহিনী দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার সামরিক বিমান চিহ্নিত করেছে এবং সেটিকে এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

চীনা সামরিক বাহিনীর নেওয়া পাল্টা ব্যবস্থাকে যুক্তিসঙ্গত ও বৈধ বলেও দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত রবিবার অস্ট্রেলিয়া অভিযোগ করে, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় সামুদ্রিক নজরদারির সময় তাদের একটি বিমানকে ‘অত্যন্ত বিপজ্জনকভাবে’ অতিক্রম করেছে চীন। এর দুই দিনের মাথায় মঙ্গলবার বেইজিংয়ের তরফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয়। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা দেখা দিয়েছে।

ক্যানবেরা বলছে, গত ২৬ মে চরম বিপজ্জনকভাবে অস্ট্রেলিয়ান সামরিক নজরদারি বিমানটির পথরোধ করে চীনের জে-১৬ যুদ্ধবিমান। চীনা বিমানের এমন কাণ্ডে সেখানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। ঝুঁকির মুখে পড়েন অস্ট্রেলীয় বিমান এবং সেটিতে থাকা আট ক্রু।