তাইওয়ান ইস্যুতে চীনা সামরিক তৎপরতার প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র

তাইওয়ানের বিরুদ্ধে চীনা সামরিক তৎপরতার কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে সম্প্রতি দফায় দফায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টির অবতারণা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি।

ফোনালাপে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দেন, ‘আগুন নিয়ে যারা খেলা করে, সেই আগুনে তারাই ধ্বংস হয়ে যাবে।’ তিনি বলেন, চীন দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতা এবং এ অঞ্চলে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ মেনে চলা।

ন্যান্সি পেলোসি অবশ্য এখনও পর্যন্ত তাইওয়ানে তার সম্ভাব্য সফরের বিষয়টি নিশ্চিত করেননি।

বৃহস্পতিবার শি-বাইডেন ফোনালাপের পরদিন শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, তাইওয়ান ইস্যুতে এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ইঙ্গিত দেখা যায়নি।