৩৭ হাজার ফুট উঁচুতে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট

দুই পাইলটের ঘুমের কারণে বড় দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭। ভূমি থেকে ৩৭ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন দুই পাইলট। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিমানটি ল্যান্ড করেনি। গত সোমবারের এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ‘ইটি ৩৪৩’ সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাচ্ছিল। কিন্তু ঘুমে থাকায় প্লেনটিকে অবতরণের কোনও উদ্যোগ নেননি পাইলটরা। জানা গেছে, উড়োজাহাজটিকে অটোপাইলট প্রযুক্তির সহায়তায় ভূপৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকবার উড়োজাহাজের ক্রু’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এভিয়েশন হেরাল্ডের তথ্যমতে, বিমানবন্দরের কাছে এসেও ইটি৩৪৩ ফ্লাইট অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি সতর্কতা জারি করে। কিছুক্ষণের পর বিমানে একটি সতর্কতাসূচক এলার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে পাইলটদের। পরে উড়াজাহাজটিকে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান পাইলটরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। আড়াই ঘণ্টা বিমানবন্দরে অবস্থানের পর ছেড়ে যায় বোয়িং ৭৩৭।

সূত্র: এনডিটিভি