‘জি ২০ সম্মেলনে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই রাশিয়ার’

চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিতব্য জি ২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কোনও নৈতিক অধিকার নেই রাশিয়ার। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার অবৈধ অভিযানের ১৭৮ দিনে গড়িয়েছে। সুতরাং জি ২০ অন্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার নৈতিক অধিকার নেই রাশিয়ার।

এদিকে আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন জি-২০-এর সদস্য নয়। জেলেনস্কি বলেছেন, তিনি সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেবেন।

এ বছরের সম্মেলনে যোগদানের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

সূত্র: আল জাজিরা