অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ মাসের শেষ দিকে তার এই সফরে যাওয়ার কথা রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন,  ফুমিও কিশিদার সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে জাপানি নেতার সঙ্গে তার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সম্ভাব্য সফরে পশ্চিম অস্ট্রেলিয়ার খনিজ ও জ্বালানি সমৃদ্ধ পার্থ শহরেও যাওয়ার কথা রয়েছে ফুমিও কিশিদার।

অ্যান্টনি আলবানিজ বলেন, ক্যানবেরা বা মেলবোর্নের বদলে জাপানের প্রধানমন্ত্রীকে পার্থে নিয়ে যাওয়া হবে।

ফুমিও কিশিদা পার্থ ছাড়া অন্য কোনও শহর পরিদর্শন করবেন কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশিদা জানিয়েছেন, সফরের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া সফরের চেষ্টা করছি। তবে শিডিউল এখনও চূড়ান্ত হয়নি।’

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে গত সপ্তাহে জানিয়েছে, অক্টোবরের শেষের দিকে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে।